ক্রীড়া ডেস্কঃইংলিশরা প্রথমবারের মত বিশ্বকাপ জিতেছে মরগানের নেতৃত্বে। সারাবিশ্বই মেতেছে মরগানদের প্রশংসায়। এবার নতুন করে আলোচনায় আসলেন এ ইংলিশ ক্যাপ্টেন। এক আফগান পরিবারের সাথে ক্রিকেট খেলে প্রশংসায় ভাসছেন তিনি।
বিশ্বকাপ জিতেই ইংলিশরা নেমে পড়েছে অ্যাসেজের প্রস্তুতি নিতে। তবে ইংলিশদের বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগান টেস্ট দলে না থাকায় কাটাচ্ছে অলস সময়। এ অলস সময়ে রাস্তায় তাকে দেখে এক আফগান পরিবার ক্রিকেট খেলার আহ্বান জানান। মরগানও সে ডাকে সাড়া দিয়ে তাদের সাথে ক্রিকেট খেলেন। আফগান পরিবারের সাথে তোলা একটি ছবি টুইটারে প্রকাশ করেন এ ক্রিকেটার। সে ছবির ক্যাপশনে লিখেন, ‘বিকেলে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়েছিলাম। সুন্দর একটি আফগান পরিবারকে পেয়ে যাই, যারা আমাকে খেলতে ডেকেছিল।’
মরগানের টুইটার পোষ্ট
মরগানের এ ছবি দেখে তার প্রশংসায় মাতে ক্রিকেট বিশ্ব। ব্যক্তি মরগানের প্রশংসা করেন আফগান ক্রিকেটার রশিদ খানসহ অনেকেই।