চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, খুলনা মহানগর ও জেলা আ’লীগের সম্মেলনের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি হবে। এই সম্মেলনের শৃঙ্খলা রক্ষা করা খুলনার সকল মানুষের দায়িত্ব ও কর্তব্য। সম্মেলনে একাধিক প্রার্থী থাকতে পারেন। আমার ব্যক্তিগত কোন পছন্দ নেই। তবে দলীয় প্রধান অর্থাৎ নেত্রী যাকে যোগ্য মনে করবেন সেই আমার প্রার্থী। তবে সম্মেলনের পরে কোন রেষারেষি থাকবে না। সম্মেলনে কেউ দলের শৃঙ্খলা নষ্ট করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নগর ও জেলা আ’লীগের নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর আ’লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সেখ সালাহ্উদ্দিন জুয়েল এমপি। প্রধান বক্তার বক্তৃতা করেন আ’লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথির বক্তৃতা করেন আ’লীগ কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। এ সময় নগর ও জেলা আ’লীগের নির্বাহী কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।