চ্যানেল খুলনা ডেস্কঃ নগরীর নিউ মার্কেটে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ১৭৯টি অবৈধ মোবাইল ফোন জব্দ করেছে র্যাব-৬। এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। র্যাব-৬’র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন পিএসসি, ইঞ্জিনিয়ার্স গতকাল সোমবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন খালিশপুর হাউজিং এস্টেট এলাকার জিএম নাজমুল হকের ছেলে আমিনুল ইসলাম রনি (৩৫), সোনাডাঙ্গা আবাসিক এলাকার শামসুল হকের ছেলে আসলাম (২৫), নতুন রাস্তার মোড় এলাকার হালিম শেখের ছেলে রাসেল শেখ (২৫), ৮৮, ট্যাং রোড এলাকার দাউদ হাসানের ছেলে মিরাজ হাসান (২০) ও দৌলতপুর রেলিগেট এলাকার বাদল বাড়ৈর পুত্র রতন বাড়ৈ (২২)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
ব্রিফিংয়ে র্যাব অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ ডিসেম্বর নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ৬টি মোবাইল ফোনের দোকানে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে মোবাইল ফোন কেনাবেচার সময় ১৭৯ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ৪টি হেড ফোন এবং ০১টি এ্যাপোল ওয়াচসহ ৫ জন অবৈধ মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জব্দ মোবাইল ফোনের মধ্যে রয়েছে, রেডমি ১৩৫টি, রিয়েলমি ১৫টি, আই ফোন ১৪ টি, স্যামস্যাং ১১টি, ওয়ান প্লাস ৩ টি, ভিভো ১টি, ওনার ৯এন ১টি, অ্যাপল স্মার্ট ওয়াচ ১টি, অ্যাপল হেড ফোন ৪টি। অভিযুক্তরা বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে সরকারি কর ফাঁকি দিয়ে মোবাইল এনে কম মূল্যে বিক্রয় করছে, যার ফলে প্রতিদিন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।