চ্যানেল খুলনা ডেস্কঃ আমরন অনশনে বসছে খুলনা অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। মজুরি কমিশন বাস্তবায়ন ও নিয়মিত মজুরি পরিশোধসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করবেন তারা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুর ২টা থেকে স্ব স্ব পাটকলের উৎপাদন বন্ধ রেখে মিলের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে শ্রমিক নেতারা।
এদিকে কর্মসূচির মধ্যেই পাটকলগুলোর বর্তমান সার্বিক পরিস্থিতির বিষয়ে বিজেএমসির সভাকক্ষে আজ সকাল ১০টায় চেয়ারম্যানের সাথে মিলগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকদের বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার রাতেই বৈঠকের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেছেন সিবিএ নেতারা। তবে বৈঠক চললেও কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিবিএ নেতারা।
প্লাটিনাম জুট মিলের শ্রমিক নূর ইসলাম বলেন, আজ প্রায় সাড়ে ৪ বছর ধরে মজুরি কমিশন বাস্তবায়নে কোন পদক্ষেপ নেই। সকল সেক্টরে মজুরি কমিশন বাস্তবায়ন হলেও পাটকল শ্রমিকদের বেলায় অনীহা করা হচ্ছে। মজুরি কমিশন বাস্তবায়ন, পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও পিপিপি বাতিলসহ ১১ দফা দাবিতে আমরা আন্দোলনে নেমেছে। বর্তমান বাজার দর অনুযায়ী আমাদের সংসার চলে না। চরম দুরাবস্থার মধ্যে চলতে হচ্ছে। এ অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করছি। শ্রমিক বান্ধব সরকার শ্রমিকদের কল্যাণে এগিয়ে আসবে এটা আমাদের আশা ও প্রত্যাশা। মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবে আমরা।
ক্রিসেন্ট জুট মিলের সাবেক সভাপতি মোঃ মুরাদ হোসেন বলেন, পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, পিপিপি বাতিল, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চলবে। আগামীকাল (মঙ্গলবার) দুপুর ২টা থেকে অনশন কর্মসূচি শুরু হবে। এ জন্য প্যান্ডেলসহ সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
আলীম জুট মিলের সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটু বলেন, বিজেএমসির চেয়ারম্যান সকালে বৈঠকের জন্য ঢাকায় ডেকেছেন। এ বিষয়ে আজ (সোমবার) সকালে ইস্টার্ণ জুট মিলে আলোচনা করে বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকাল ১০টায় বৈঠক অনুষ্ঠিত হবে। সকল পাটকলের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকরা থাকবে। তবে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।
গতকাল সোমবার সকাল ১০টায় ইস্টার্ণ জুট মিলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক আঃ হামিদ সরদার। বক্তৃতা করেন শাহানা শারমিন, মোঃ সাইফুল ইসলাম লিটু, মুরাদ হোসেন, সোহরাব হোসেন, হুমায়ুন কবির, বিল্লাল মল্লিক, মোঃ আলাউদ্দীন, দ্বিন মোহাম্মদ, আব্দুল মান্নান, শেখ ইব্রাহিম, কওসার আলী, খলিলুর রহমান প্রমুখ।