চ্যানেল খুলনা ডেস্কঃজাতীয় সংসদের হুইপ ও বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকেরা আমাদের জন্য খাদ্য উৎপাদন করে। এরই ধারাবাহিকতায় সরকার কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করার উদ্যোগ নিয়েছেন। এ সময় ধান সংগ্রহকালে কোনো কৃষক যেন হয়রানির শিকার না হন এজন্য সংশ্লিষ্ট সবাইকে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে শেরপুর এলএসডি গোডাউনে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে হুইপ আতিউর রহমান সাংবাদিকদের একথা জানান।
এ সময় জেলা প্রশাসক আনারকলি মাহবুব, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর শেরপুর জেলার পাঁচটি উপজেলায় ৯ হাজার ৪১৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এজন্য ইতোমধ্যেই লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। তবে আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার।