চ্যানেল খুলনা ডেস্কঃদেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ) তে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম সমাবর্তন। এ উপলক্ষে সমাবর্তনে অংশ নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল বাশার।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে রাজধানীর গ্রীন রোডে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্বোধন করা হয়।
তবে সমাবর্তনের তারিখ ও স্থান এখনো ঘোষণা করা হয়নি। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সমাবর্তনের তারিখ ও সময় ঘোষণা করা হবে জানান এসইউ কর্তৃপক্ষ।
সোনারগাঁও ইউনিভার্সিটির রেজিস্ট্রার এস এম নূরুল হুদা জানান, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে চলতি বছর পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা আগামী ১১ জানুয়ারি ২০২০ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।
তিনি আরও জানান, সমাবর্তনে রেজিস্ট্রেশন করতে সার্টিফিকেটসহ রেজিস্ট্রেশন ফি সাত হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে স্নাতক ও স্নাতকোত্তর দুটি কোর্সের জন্য দিতে হবে অতিরিক্ত আরও এক হাজার টাকা। সোনারগাঁও ইউনিভার্সিটিতে সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করা যাবে। সমাবর্তন ফি’র টাকা নগদসহ বিকাশ ও রকেটে প্রদান করা যাবে।
বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে সোনারগাঁও ইউনিভার্সিটির ওয়েব সাইটে (http://www.su.edu.bd) ভিজিট করতে হবে।
আরও বিস্তারিত তথ্য জানার জন্য সোনারগাঁও ইউনিভার্সিটির হেল্প লাইন নম্বর ০১৯৫৫৫৪৪৯১৯, ০১৯৫৫৫৪৪৯২১ এবং ০১৯৫৫৫৪৪৯০৫ যোগাযোগ করতে অনুরোধ করেছে এসইউ কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আল-আমিন মোল্লা, রেজিস্ট্রার এস এম নূরুল হুদা, ব্যবসায় অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক আবুল কালাম, পরিচালক (অর্থ) মো. মেসবাউল হোসেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক ওমর ফারুক, ছাত্র কল্যাণ উপদেষ্টাসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।