চ্যানেল খুলনা ডেস্কঃএক ব্যবসায়ীকে থানায় আটকে রেখে তার মেয়েকে দিয়ে চেক আনিয়ে ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে নেয়ার অভিযোগে হরিণটানা থানার এসআই সুজিত মিস্ত্রি ও খুলনা থানার এএসআই মোঃ সাহেব আলির বিরুদ্ধে আদালতে প্রতারণা মামলা করেছেন এক ব্যবসায়ী। গত বুধবার মহানগর হাকিমের আমলী আদালত “ক” অঞ্চলে মামলাটি দাখিল হয়। বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন। আদেশে আগামী ১৫ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, নগরীর ২৫, বাগমারা মেইন রোডের বাসিন্দা এস এম আনোয়ার হাসেনের ছেলে ব্যবসায়ী এস এম আজমল হোসেনকে গত ২ মার্চ আটক করে থানায় নিয়ে আসেন এসআই সুজিত মিস্ত্রি ও এএসআই মোঃ সাহেব আলী। পরদিন ৩ মার্চ তার বিরুদ্ধে ৪২০/৪০৬ ধারায় মামলা দায়ের হয়। ওই দিন আজমল হোসেনের সঙ্গে থানায় দেখা করতে আসেন তার মেয়ে যুথিকা আজমল স্বর্ণা। এ সময় আসামিরা ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে মেয়ে স্বর্ণাকে দিয়ে বাড়ি থেকে চেক আনিয়ে হাজত খানায় জোরপূর্বক সই করিয়ে নেয় আসামিরা। পরে সাউথ ইস্ট ব্যাংক কালিবাড়ি শাখা থেকে মেয়ে স্বর্ণাকে সঙ্গে নিয়ে এসআই সুজিত মিস্ত্রি ও এএসআই সাহেব আলী ৪ লাখ টাকা তুলে নেয় ঘুষ হিসেবে। জেলহাজত থেকে জামিনে মুক্তি পেয়ে আজমল হোসেন আসামিদের নিকট টাকা ফেরত চাইলে তাকে মিথ্যা ও পেন্ডিং মামলার ভয়ভীতি দেয়। এ ঘটনায় আজমল হোসেন বাদী হয়ে মহানগর হাকিমের আমলী আদালত “ক” অঞ্চলে এসআই সুজিত মিস্ত্রি ও এএসআই মোঃ সাহেব আলীর বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন যার নং-সিআর-১৪৯৩/১৯।