অনলাইন ডেস্কঃ দুইটি উদ্ভাবনী উদ্যোগের জন্য মঙ্গলবার মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর নিকট থেকে ‘জনপ্রশাসন পদক’ ২০১৯ গ্রহণ করেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া । তিনি উদ্ভাবনী উদ্যোগ-১ এ যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্প এবং আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় টিনের ঘরের পরিবর্তে ইটের দেওয়াল দ্বারা নির্মিত টেকসই ঘর প্রদানে এ পদক প্রাপ্ত হন। এ ছাড়াও খুলনায় পদক প্রাপ্তরা হলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং রূপসা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াছুর রহমান।
উদ্ভাবনী উদ্যোগ-২ এ প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার এবং রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের নিমিত্ত শিক্ষিত তরুণ-তরুণী ও যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্যাপাসিটি বিল্ডিং। পদকপ্রাপ্তরা হলেন খুলনার জেলাপ্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান এবং অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান।