চ্যানেল খুলনা ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এ সময় বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আটককৃত দম্পতি হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জের পূর্ব কাউনিয়া এলাকার সোহেল কাজী (৩১) ও তার স্ত্রী সাবাহ আফরিন (২০)। র্যাব-১১-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, আটককৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জসহ আশপাশের জেলাতে মাদক সরবরাহ করে আসছিল। মাদক বিক্রিই তাদের একমাত্র পেশা।
তারা উবার গাড়ি ব্যবহার করে এবং নিজেদের স্বামী-স্ত্রীর পরিচয়কে পুঁজি করে কক্সবাজার এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।