চ্যানেল খুলনা ডেস্কঃবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরিবহন পুলে ভেইকেল ট্র্যাকিং সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ এটি উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আমরা সকল দিক থেকে এগিয়ে নেওয়ার যে অভিপ্রায় নিয়ে কাজ করছি এটি তারই ধারাবাহিকতার আরেকটি পদক্ষেপ। এ ধরনের প্রযুক্তিগত ব্যবস্থা পরিবহন পুলের কর্মপ্রক্রিয়াকে গতিশীল এবং স্বচ্ছতর করবে।’
এ সময় পরিবহন পুলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান ভেইকেল ট্র্যাকিং সিস্টেমের কর্মপ্রক্রিয়া ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেলা মুস্তারী, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মাশরেকী মুস্তারী, পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. আতিকুর রহমান, রসায়ন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী সেলিনা আক্তার বেরোবি পরিবহন চালক মো. শহিদুল ইসলাম ও মো. আমজাদ হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পরিবহন পুলের উপসহকারী প্রকৌশলী মো. সরফরাজ আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।