চ্যানেল খুলনা ডেস্কঃ দু’দিনব্যাপী আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে আজ। কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদ পেতে আগ্রহী নেতারা চালিয়ে যাচ্ছেন লবিং-তদবির। নিজের অবস্থান জানান দিচ্ছেন তারা। সংগঠনের জন্য নিজেদের ত্যাগ ও ভূমিকার কথা নানা ভাবে জানাচ্ছেন হাইকমান্ডকে। এদিকে সম্মেলন সফলে লক্ষে খুলনা মহানগরী ও জেলা থেকে ঢাকায় গেছেন ২৮৪ জন কাউন্সিলর ও ডেলিগেট। তবে সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’
দলীয় সূত্রে জানা গেছে, আ’লীগের জাতীয় কাউন্সিলে যোগ দিতে মহানগরীসহ জেলার ৯ উপজেলা ও দু’টি পৌরসভা থেকে ২৮৪ জন কাউন্সিলর ও ডেলিগেট ঢাকায় অবস্থান করছেন। এর মধ্যে নগর আ’লীগের পুনঃ-নির্বাচিত সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ মোট ৭০ জন কাউন্সিলর ও ডেলিগেট যোগদান করবেন। এছাড়া জেলা আ’লীগের পুনঃনির্বাচিত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারীসহ জেলার ৯ উপজেলা আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, চালনা ও পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ দলটির সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকসহ মোট ২১৪ জন কাউন্সিলে যোগদান করবেন। এর মধ্যে ১০৭ জন কাউন্সিলর ও ১০৭ জন ডেলিগেট।
এদিকে দলে যাদের পদ নেই, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাও সম্মেলনে যোগদান করবেন। তবে সাবেক নগর ও জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটি থেকে সদস্যদের নিয়ে কাউন্সিলর তালিকা করা হয়েছে।
এদিকে আ’লীগের জাতীয় কাউন্সিল সফলের লক্ষে খুলনা জেলাসহ ৯ উপজেলা ও দু’টি পৌরসভার দলীয় যেসব নেতা-কর্মী (কাউন্সিলর ও ডেলিগেট) ঢাকায় গেছেন তাদের খোঁজ-খবর নেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
নগর আ’লীগের পুনঃনির্বাচিত সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সময়ের খবরকে বলেন, ‘সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নগর আ’লীগের অধীনে মোট ৭০ জন কাউন্সিলর ও ডেলিগেট যোগদান দিবেন। এর মধ্যে ৩৫ জন কাউন্সিলর এবং ৩৫ জন ডেলিগেট।’ নগর আ’লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, নগর আ’লীগের সাবেক কার্যনির্বাহী কমিটি থেকেও কাউন্সিলরদের নাম তালিকাভুক্ত করা হবে।’
জেলা আ’লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলেন, ‘জেলার ৯ উপজেলা আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, চালনা ও পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ আ’লীগের সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক মিলে মোট ২১৪ জন যোগদান করবেন। এর মধ্যে ১০৭ জন কাউন্সিলর ও ১০৭ জন ডেলিগেট থাকবে। এদিকে দলে যাদের পদ নেই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাও সম্মেলনে যোগদান করবেন।
খুলনা থেকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে বর্তমানে সদস্য হিসেবে আছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি ও সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন।