সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দ্বিতীয় মেয়াদে আফগান প্রেসিডেন্ট হচ্ছেন ঘানি! | চ্যানেল খুলনা

দ্বিতীয় মেয়াদে আফগান প্রেসিডেন্ট হচ্ছেন ঘানি!

আন্তর্জাতিক ডেস্ক

দ্বিতীয় মেয়াদে আফগানিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পথে রয়েছেন আশরাফ ঘানি। নির্বাচনের প্রাথমিক ফলাফল বলছে, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ভালোভাবেই এগিয়ে আছে তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দ্বিতীয় মেয়াদে আফগানিস্তানের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন আশরাফ ঘানি। এর মাধ্যমে টানা ১০ বছর ক্ষমতায় থাকবেন তিনি।

গত ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ঘানি ৫০ দশমিক ৬৪ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে ৩৯ দশমিক ৫২ শতাংশ ভোট।

রবিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করে দেশটির স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি)। সেখানে বলা হয়, ঘানির নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আবদুল্লাহ আবদুল্লাহ। অন্যদিকে আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমাতিয়ার ৩ দশমিক ৮ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন।

প্রাথমিক ফলাফল ঘোষণার সময় আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশনের চেয়ারপার্সন হাওয়া আলম নুরিস্তানি বলেন, সততার সঙ্গে দায়িত্ব নিয়ে আমরা কর্তব্য পালন করেছি। বিভিন্ন কারণে প্রাথমিক ফলাফল প্রকাশে দেরি হলো।

প্রসঙ্গত, নির্বাচনের ফলাফল ঘোষণার কথা ছিল ১৯ অক্টোবর। কিন্তু কৌশলগত বিভিন্ন অজুহাত দেখিয়ে ফলাফলের তারিখ পিছিয়ে আনে আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন। এতে তাদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলে কয়েকটি দল।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।