চ্যানেল খুলনা ডেস্কঃব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ার ইমেরিটাস স্যার ফজলে হাসান আবেদের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার পর বনানী কবরস্থানে স্ত্রী আয়েশা হাসান আবেদের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রবিবার সকাল ১০টা ২০ মিনিটে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য ফজলে হাসান আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে আনা হয়।
শুরুতেই রাষ্ট্রপতির পক্ষে মেজর আসিক রহমান, প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ও আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সর্বস্তরের মানুষ স্যার ফজলে হাসান আবেদের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে আর্মি স্টেডিয়ামে।
উল্লেখ্য, স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও তিন নাতি-নাতনি রেখে গেছেন।