চ্যানেল খুলনা ডেস্কঃডাকসু ভবনের প্রধান ফটকে তালা মেরে ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর হামলার সময়কার সিসিটিভির ফুটেজ উদ্ধারে পুলিশের সহায়তা চেয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। তবে ওই সময়কার সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অভিভাবক ও নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল তাকে স্মারকলিপি দিতে যান। এসময় অভিভাবকরা সিসিটিভি ফুটেজ জনসমক্ষে কেন প্রকাশ করা হচ্ছে না- প্রশ্ন তুললে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজ বের করার জন্য পুলিশের সাহায্য চেয়েছেন তিনি।
রোববার ডাকসু ভবনে ভিপি নুরুল হকের কক্ষে হামলা ও ভাংচুরে নুরুলসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন।হামলাকারীরা যাওয়ার সময় ডাকসু ভবনের সিসি ক্যামেরার ধারণ করা চিত্র যে কম্পিউটারে ছিল, তার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রতিনিধি দলে ছিলেন শিল্পী শহীদুল আলম, আইনজীবী হাসনাত কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীমউদ্দিন খান, রুশাদ ফরিদী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ ফেরদৌস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।