চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগরীতে ‘পপুলার বেকারী’ নামের একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাত আড়ায়টার দিকে নগরীর বিকে রায় রোডের কুদরতীয়া জামে মসজিদের পাশের ওই কারখানাটিতে আগুন লাগে। জামাল নামের এক ব্যবসায়ী কারখানাটির মালিক।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ‘রাত আড়াইটার দিকে ওই বেকারীতে আগুন লাগার খবর পায় কন্ট্রোল রুম। পরে বিভিন্ন স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রনে আনতে ছুটে যায়।’
অগ্নিকান্ডের ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো: আকরাম হোসেন বলেন, ‘আমাদের ৬টি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটলো তার এখন বলা সম্ভব হচ্ছে না।’