চ্যানেল খুলনা ডেস্কঃসরকার শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, ‘অর্থাভাবে কোনো শিক্ষার্থীর লেখাপড়া যেন বন্ধ না হয়ে যায়। এজন্য সরকার বিনা সুদে ঋণ সুবিধা চালু করতে চাচ্ছে। রবিবার (২৯ ডিসেম্বর) নরসিংদী ড্রিম হলিডে পার্কে মাধ্যমিক শিক্ষক পরিবার নরসিংদীর আয়োজনে শিক্ষক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘এ সরকার শিক্ষাবান্ধব সরকার। জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গুণগত শিক্ষা বিস্তারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সরকার নানামুখী চিন্তা ভাবনা করছে।
মিলন মেলায় নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আবদুল কাদির মোল্লা, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান আকন্দ প্রমুখ।