চ্যানেল খুলনা ডেস্কঃনড়াইলের লোহাগড়ায় বখাটের উৎপাতে অতিষ্ট হয়ে এক স্কুলছাত্রী খাদিজা (১৩) আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভূক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, লোহাগড়ার পাংখারচর গ্রামের কামাল শেখের ছেলে ইমাম শেখ (১৮) স্কুলে যাবার পথে দীর্ঘদিন ধরে একই গ্রামের সেলিম সরদারের মেয়ে সতদল স্কুলের ৮ম শ্রেণির ফল প্রত্যাশী ওই ছাত্রীকে উত্যক্ত করতো। রবিবার সকাল ১০টার দিকে গ্রামের পুকুরে পানি আনতে গেলে বখাটে ইমাম শেখ ওই ছাত্রীর গতিরোধ করে শ্লীলতাহানিমূলক কথাবার্তা বলে। শ্লীলতাহানিমূলক কথাবার্তা সহ্য করতে না পেরে ওই ছাত্রী রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।এ সময় খাদিজার মা দেখে ডাক চিৎকার করলে পরিবারের লোকজন মারাত্মক অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাইমা জানান, ওই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছি । নড়াইল জেনারেল হাসাপাতালে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে খুমেক হাসাপাতালে প্রেরন করে ।অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে রাত ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয় । বর্তমানে খাদিজা খুমেক হাসাপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
ছাত্রীর পিতা সেলিম সরদার বলেন, ‘বখাটে ইমামকে কয়েকবার সাবধান করেছি। মেয়েকে উত্যক্ত করা থামেনি বরং ঈমাম ও তার পরিবারের লোকজন পাল্টা হুমকি দিয়েছে। অভিযুক্ত বখাটের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, ‘ছাত্রীর পরিবার থেকে লিখিত কোনও অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।