অনলাইন ডেস্কঃবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘বাংলাদেশের সরকারি খাতে ইনোভেশনের অগ্রগতি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুলাই) লোকপ্রশাসনের বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর অ্যাকাডেমিক ভবনে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
উপাচার্য বলেন, ‘বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে জনমুখী সেবা নিশ্চিত করতে উদ্ভাবনী প্রশাসনের কোন বিকল্প নেই। তিনি এই ধরনের সেমিনারকে অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেন।’
সেমিনারে মুখ্য বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী। তাঁর বক্তব্যে তিনি বাংলাদেশের জনপ্রশাসনে উদ্ভাবনের গুরুত্ব ও অপরিহার্যতা ব্যাখ্যা করেন এবং এই সেক্টরে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘উদ্ভাবনী প্রশিক্ষণ গ্রহণ করে এবং এই কৌশল ব্যবহার করেই কেবল সরকারি কর্মকর্তারা জনগণের সমস্যা, চাহিদা, সম্ভাবনা
ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে খুব সহজেই অবহিত হতে পারবেন এবং সেগুলো বাস্তবায়নে তড়িৎ ব্যবস্থা গ্রহণের সক্ষমতা অর্জন করতে পারবেন।’
লোকপ্রশাসন বিভাগের প্রধান মো. জুবায়ের ইবনে তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ-আল-মাহবুব, ক্যাফেটেরিয়ার সহকারী পরিচালক মো. সানজিদ ইসলাম খান, শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট মো. শামীম হোসেন, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মাশরেকী মুস্তারী, মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, রসায়ন বিভাগের প্রভাষক মোস্তফা কাইয়ুম শারাফাত,অর্থনীতি বিভাগের প্রভাষক জেসমিন নাহার ঝুমুর, পরিসংখ্যান বিভাগের প্রভাষক ফারজানা জান্নাত তসি, রসায়ন বিভাগের প্রভাষক মোস্তফা কাইয়ুম শারাফাত এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মার্জিয়া সুলতানা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মেহনাজ আব্বাসী বাঁধনসহ বিভাগের কয়েকটি ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।