চ্যানেল খুলনা ডেস্কঃঘুষ গ্রহণকালে খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের একটি টিম তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ঘুষের এক লাখ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি মন্ডল।তিনি জানান, কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সরকারি চালের কেজিপ্রতি তিন টাকা হারে ঘুষ দাবি করেন খাদ্য কর্মকর্তা ইলিয়াস। এ অভিযোগের প্রেক্ষিতে ফাঁদ পেতে তাকে ধরা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এবং আটককৃত ইলিয়াছ হোসেন খাদ্য অধিদপ্তরের জেলা ও বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের কতিপয় চিহিৃত দুর্নীতিবাজদের কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে গুরুত্বপূর্ন তথ্য প্রদান করে। তারই দেয়া তথ্যের ভিক্তিতে দুদক নামে বেনামে জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জনকারী খাদ্য অধিদপ্তরের চিহিৃত দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে খোজঁ খবর নিচ্ছেন বলে ঐ সুত্রটি জানায় ।