চ্যানেল খুলনা ডেস্কঃদুই বছরের মধ্যে পারমাণবিক অস্ত্রের মালিক হবে ইরান। এমনকি এক বছরের মধ্যেও এই শক্তির অধিকারী হতে পারে তারা। শুক্রবার এই দাবি করেছে ফ্রান্স। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য ইয়েভস লি দ্রিয়ান মনে করেন, এক থেকে দুই বছরের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে। ২০১৫ সালের পরমাণু চুক্তি অকার্যকর হয়ে পড়লেই লক্ষ্যে পৌঁছাবে তারা।লি দ্রিয়ান বলেন, পরমাণু চুক্তি মেনে না চললে স্বল্পসময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাতে সফল হবে ইরান। এক থেকে দুই বছরের মধ্যেই এই ক্ষমতার অধিকারী হবে তারা। তবে সেটা কোনোভাবেই ভালো বিষয় হবে না।
এ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নিয়ে শুক্রবার বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন। এ বৈঠকের উদ্দেশ্য হলো- দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা হ্রাসের উপায় খুঁজে বের করা। কেননা, ইরান-যুক্তরাষ্ট্রের এই উত্তেজনা শেষ পর্যন্ত যুদ্ধে রূপ নিতে পারে।