চ্যানেল খুলনা ডেস্কঃচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপপক্ষ বিজয় গ্রুপ। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এফ রহমান হল ও আলাওল হল থেকে এ মিছিল শুরু হয়। পরে মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে আসলে প্রশাসনের বাধার মুখে পড়ে। তবে মিছিলে গ্রুপের নেতৃত্ব পর্যায়ের কাউকে দেখা যায়নি।
এ সময় বিজয় পক্ষের কর্মী ও আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র সাহিল কবির বলেন, ‘রেজাউল হক রুবেলের নির্দেশে শিবির স্টাইলে তিন ছাত্রলীগ কর্মীর রগ কেটে দেওয়া হয়েছে। রুবেলের শাস্তি না হলে আমরা অবরোধ চালিয়ে যাব। আমি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হয়ে যদি তৃতীয় বর্ষে পড়ি, তাহলে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজাউল হক রুবেলের এখন কোথায় থাকার কথা? অতএব এই অযোগ্য ও অছাত্রকে বহিষ্কার করতে হবে। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, ‘আমরা কথা বলার পর তারা হলে ফিরে গেছে। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীরা সহযোগিতা করবে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা সাংবাদিকদের বলেন, ‘আমরা সতর্ক অবস্থায় আছি। কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।