চ্যানেল খুলনা ডেস্কঃনির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিএনপি’র সুরে সুর মেলাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভিন্নমত থাকতেই পারে, তবে ইসি মাহবুব তালুকদার কথায়-কথায় ঘরের খবর বাইরে প্রকাশ করে বিএনপির সুরে সুর মেলাচ্ছেন। গোপীবাগে সংঘর্ষের ঘটনা নিয়ে তিনি বলেন, বিএনপি’র প্রার্থী নিজেই প্রতিপক্ষের অফিসে হামলা করেছে। উল্টো বিএনপি’র অভিযোগ অন্ধকারে ঢিল ছোড়ার মতো। ঘটনা সঠিক তদন্ত করতে হবে ইসিকে, সত্য উদ্ঘাটন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে হবে ইসিকে।
ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে অব্যাহত রাখতে নির্বাচন কমিশনকেই উদ্যোগ নিতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন কমিশনের নিয়ন্ত্রণে। যারা পরিবেশ নষ্ট করছেন, তাদের বিরুদ্ধে কমিশনই ব্যবস্থা নিতে পারেন। শেষ সময়ে আমরা কোনো প্রার্থীকে আটক বা হয়রানি করতে নির্দেশ দিচ্ছি না বলেও জানান মন্ত্রী।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, যারা নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ঘটিয়েছে তা সিসি ক্যামেরার ফুটেজ দেখার পর স্পষ্ট হবে। যারা দায়ী হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ভিডিও ফুটেজের সূত্র টেনে আওয়ামী লীগের এ নেতা বলেন, তাতে দেখা গেছে হামলা আগে বিএনপি’র পক্ষ থেকে করা হয়েছে। নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ তদন্ত করে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
ইসি কমিশনার মাহবুব তালুকদার প্রসঙ্গ বলেন, একজন ভিন্নমত পোষণ করতেই পারে। কমিশনের ভেতরে লেভেল প্লেয়িং ফিল্ড নাই এমন আজগুবি মন্তব্য কেউ কখনো শোনেনি। তিনি বিএনপি’র শুরুর কথা বলছেন।