চ্যানেল খুলনা ডেস্কঃসারাদেশের ন্যায় খুলনায়ও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩ ফেব্র“য়ারি। তবে এ বছর খুলনায় ৪টি পরীক্ষা কেন্দ্র কমলেও বেড়েছে ৪৯৩ জন পরীক্ষার্র্থী। এদিকে পরীক্ষাকে ঘিরে খুলনা জেলা প্রশাসন বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৩ ফেব্র“য়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে এবং চলবে ২৭ ফেব্র“য়ারি পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। প্রথম দিনে বাংলা (আবশ্যিক) ১ম পত্র, সহজ বাংলা ১ম পত্র, এসএসসি (ভোকেশনাল) বাংলা ২য়, এসএসসি (ভোকেশনাল) দাখিল বাংলা ২য় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর নগরী ও জেলায় এসএসসি ও সমমান পরীক্ষা ৮২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে এসএসসিতে ৫৬টি কেন্দ্রে ২৪ হাজার ৯৫৪ জন, দাখিলে ১৩টি কেন্দ্রে ৩ হাজার ৩৯১ জন এবং এসএসসি (ভোকেশনাল) ১৩ টি কেন্দ্রে ১ হাজার ৩২ জন পরীক্ষায় অংশ নেবে।
সূত্র জানায়, এ বছর এসএসসি ও সমমানের ৪টি কেন্দ্র কমে গেলও বেড়েছে ৪৯৩ জন পরীক্ষার্র্থী। গেল বছর এসএসসি ও সমমানে নগর ও জেলায় ৮৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ৩২ হাজার ৯৭২ জন। এর মধ্যে এসএসসিতে ৫৫টি কেন্দ্রে ২৭ হাজার ৬৮৪ জন, দাখিলে ১৩টি কেন্দ্রে ৩ হাজার ১৩৯ জন এবং এসএসসি (ভোকেশনাল) ১৮টি কেন্দ্রে ২ হাজার ১৪৯ জন পরীক্ষার্থী ছিলো।
এদিকে পরীক্ষাকে ঘিরে খুলনা জেলা প্রশাসন বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে-পরীক্ষাকেন্দ্রে কেন্দ্র সচিব ব্যতিত অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। পরীক্ষা চলাকালে যাতে কোনো বহিরাগত বা পরীক্ষার সাথে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। নগরী ও উপজেলার পরীক্ষা কেন্দ্র গেটে পরীক্ষার্থীদের সহযোগিতা করার জন্য একজন শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রধান শিক্ষককে অনুরোধ জানানো হয়েছে। ট্রেজারি অফিসার, খুলনাকে পরীক্ষা দিনসমূহে সকাল সাড়ে ৮টার মধ্যে পরীক্ষার গোপনীয় কাগজপত্র নিয়োজিত কেন্দ্র সচিব/প্রতিনিধির নিকট যথাযথভাবে পরীক্ষাপূর্বক হস্তান্তর করার জন্য বলা হয়েছে। এসএসসি পরীক্ষায় যে বিষয়ে পরীক্ষা হবে সে বিষয়ের কোনো শিক্ষককে ওইদিন পরীক্ষা হলে কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া যাবে না। দাখিল পরীক্ষার ক্ষেত্রে আরবী বিষয় সমূহের পরীক্ষার দিনগুলোতে সাধারণ শিক্ষকদের এবং সাধারণ বিষয় সমূহের পরীক্ষার দিনগুলোতে আরবী শিক্ষকদের কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োগ নিশ্চিত করতে হবে। বিগত বছরগুলোতে যেসব শিক্ষক-শিক্ষিকা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন কারণে বহিস্কৃত হয়েছিলেন তাদের চলতি বছরে পরীক্ষার কোনো দায়িত্ব দেয়া যাবে না এবং যে বিষয়ের পরীক্ষা সে বিষয়ের কোনো শিক্ষককে ওইদিন পরীক্ষা হলে পরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া যাবে না। যেসকল শিক্ষকদের ছেলে-মেয়ে পরীক্ষা দিবে তারা সচিব/পরীক্ষার দায়িত্ব পালন করতে পারবে না। গত ২৬ জানুয়ারি বিকেল ৩টায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ বছর নগরীর এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলো হলো খুলনা জিলা স্কুল, সরকারি দৌলতপুর মহাসীন মাধ্যমিক বিদ্যালয়, খুলনা পাবলিক কলেজ, নৌবাহিনী মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, গভঃ ল্যাবরেটরী হাই স্কুল কুয়েট, খুলনা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, ফাতিমা উচ্চ বিদ্যালয়, বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন, খুলনা কলেজিয়েট স্কুল (সোনাডাঙ্গা), রোটরী মাধ্যমিক বিদ্যালয়, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়, ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আর আর এফ মাধ্যমিক বিদ্যালয়, খানাবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়। দাকোপের কেন্দ্রগুলো হলো চালনা বাজার সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বাজুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছার কেন্দ্রগুলো হলো পাইকগাছা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির, আর কে বি কে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউট, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়, গড়ইখালী আলমশাহী ইনিস্টিটিউট, পাইকগাছা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কপিলমুনি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, বটিয়াঘাটার কেন্দ্রগুলো হলো বটিয়াঘাটা থানা হেড কোয়াটার মাধ্যমিক বিদ্যালয়, খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজ, জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়ার কেন্দ্রগুলো হলো এন জি সি ও এন সি কে মাধ্যমিক, শাহপুর মাধ্যমিক বিদ্যালয়, দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়, সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলার কেন্দ্রগুলো হলো ফুলতলা রি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক মাধ্যমিক বিদ্যালয়, জামিরা বাজার মাধ্যমিক বিদ্যালয়, শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়, রূপসার কেন্দ্রগুলো হলো কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়, দিঘলিয়ার কেন্দ্রগুলো হলো এমএম মজিদ মাধ্যমিক বিদ্যালয়, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কয়রার কেন্দ্রগুলো হলো কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়, আমাদী জায়গীরমহল তকিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, ভি কে এস গিলাবাড়ী পাঞ্জুগাজী ইউনাইটেড একাডেমী, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, তেরখাদার কেন্দ্রগুলো হলো ইখড়ী কাটেংগা এফ এইচ মাধমিক বিদ্যালয়, ডুমুরিয়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, শলুয়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, চান্নির চক এল, সি কলেজিয়েট স্কুল (কয়রা), খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, শিরোমনি আলিম মাদ্রাসা (ফুলতলা), সামন্তসেনা দারুস সুন্নাত সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা (রূপসা), তেরখাদা ইখড়ি দাখিল মাদ্রাসা (তেরখাদা), মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা, চুকনগর হাসানিয়া দাখিল মাদ্রাসা, চালনা বিল্লালিয়া আলীম মাদ্রাসা (দাকোপ), পাইকগাছা আলিম মাদ্রাসা, হাবিব নগর মাদ্রাসা, কয়রা উত্তরচক আমিনিয়া কামিল মাদ্রাসা, কয়রা মদিনাবাদ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসা (কয়রা), এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রগুলো হলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইন্সস্টিটিউট, বঙ্গবাসী মাধ্যমিক হাইস্কুল, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, আন্তর্জাতিক কারিগরি বৃত্তিমূলক প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, সরকারি জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যাল, চালনা কেসি পাইলট কলেজিয়েট স্কুল, কয়রা মদিনাবাদ স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ, হাড়ীখালী ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট, শহীদপুর খান-সবুর মাধ্যমিক বিদ্যালয়, কেডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, বাজুয়া ইউনিয়ন হাইস্কুল, শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফুলতলা রি-ইউনিয়ন হাই স্কুল, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।