আন্তর্জাতিক ডেস্কঃইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ তৌফিক আল্লাবিকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারহাম সালিহ। আল্লাবি এর আগে ইরাকের যোগাযোগমন্ত্রী দায়িত্ব ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট বারহাম সালিহ শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ তৌফিক আল্লাবির নাম ঘোষণা করেন।
এ দিকে নতুন নিয়োগপ্রাপ্ত এই প্রধানমন্ত্রীকে অনেকেই প্রত্যাখান করেছেন। প্রতিবাদে রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ায় বিক্ষোভ করছেন তারা। তাদের দাবি, আল্লাবিকে সরিয়ে অন্য কাউকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক।
মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে গত বছরের অক্টোবর থেকেই সরকারবিরোধী বিক্ষোভ চলছে। সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি বন্ধ ও দ্রুত নির্বাচনের দাবিকে সামনে রেখেই এই বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহিংসতায় ইতোমধ্যে পাঁচশরও বেশি আন্দোলনকারী নিহত হয়েছেন।
আন্দোলনকারীদের তোপের মুখে ২০১৯ সালের ৩০ নভেম্বর আদেল আব্দুল মাহদি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন। যদিও সংবিধান অনুসারে আগের প্রধানমন্ত্রী পদত্যাগের ১৫ দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু বিরোধীদের বাধার মুখে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ দিতে বিলম্ব হলো।