চ্যানেল খুলনা ডেস্কঃঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি জানাতে যৌথ সংবাদ সম্মেলন করবেন বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। আগামী বুধবার (৫ জানুয়ারি) গুলশানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন তারা। তাবিথ আউয়ালের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান বলেন, বিএনপির দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের নির্বাচন পরবর্তী যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় হবে। রাজধানীতে গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে এ সংবাদ সম্মেলন হবে।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে উত্তরে মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম আর দক্ষিণে ফজলে নূর তাপস। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে দুই সিটির নগরপিতার দায়িত্ব পেয়েছেন তারা।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটে ডিএনসিসিতে আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। ডিএসসিসিতে তাপস পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।