আন্তর্জাতিক ডেস্কঃইসরায়েল ও মিশরের মধ্যে নির্মিত একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দিয়েছে সশস্ত্রগোষ্ঠী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিশরের সিনাই উপদ্বীপের বির আল-আব্দ এলাকায় অবস্থিত গ্যাস পাইপলাইনে এই বিস্ফোরণ ঘটানো হয়।
ইতোমধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এক বিবৃতিতে প্রশাসন বলেছে, এই পাইপলাইন বিস্ফোরণের সঙ্গে একটি সশস্ত্রগোষ্ঠী জড়িত। তবে তারা কারা তা এখনো জানা যায়নি।এ দিকে ইসরায়েল জানিয়েছে, এই বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত তা জানতে এর মধ্যেই তদন্ত শুরু করেছে তারা।
প্রসঙ্গত, বিভিন্ন দ্বন্দ্বের জেরে ২০১২ সালে ইসরায়েলে গ্যাস রপ্তানি বন্ধ করে দেয় মিশর। তবে সম্প্রতি আবার ইসরায়েলে গ্যাস রপ্তানি শুরু করেছে দেশটি।