চ্যানেল খুলনা ডেস্কঃআগামীতে খুলনা মহানগর যুবলীগের কোন নেতাকর্মী যেন মোটরসাইকেল বহর নিয়ে চলাচল না করে এবং আগামীতে খুলনা মহানগর যুবলীগের কোন কর্মসূচিতে মটর র্যালি বা বহর ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বর্তমান সরকার পরিবেশ দূষণ রোধে কাজ করে যাচ্ছে। আর বর্তমানে খুলনা নগরীতে শব্দ দুষন এক ভয়াবহ রূপ ধারন করেছে। এর মূল কারণ বর্ধিত যানবাহন ও মটরযানের আধিক্য। এই ভয়াবহ দূষণ রোধে খুলনা মহানগর যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এ নির্দেশ মেনে চলার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, যুবলীগের নেতৃবৃন্দকে দেশ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। দেশের আইন শৃঙ্খলা ও সড়ক আইন নিজে মেনে চলতে হবে ও অপরকে মেনে চলার জন্য অনুরোধ করতে হবে এবং সেই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করতে হবে।