সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
নগরবাসীর সঙ্গে অন্যায় করা হয়েছে : ইশরাক | চ্যানেল খুলনা

নগরবাসীর সঙ্গে অন্যায় করা হয়েছে : ইশরাক

চ্যানেল খুলনা ডেস্কঃঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, সিটি নির্বাচনে নগরবাসীর সঙ্গে অন্যায় ও প্রতারণা করা হয়েছে। নির্বাচনি প্রচারণার শুরু থেকেই আমাদের নানাভাবে বাধা দেওয়া হচ্ছিল। কিন্তু কোনো বাধাই আমাকে দমাতে পারেনি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) গুলশান-১ এর ইমানুয়েল কনভেনশন সেন্টারে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, আমার একটি আশা ছিল, আওয়ামী লীগ হয়তো জনগণের ভাষা বুঝতে পারবে। ভবিষ্যতের কথা চিন্তা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ নেবে। কিন্তু তারা আবারও দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিল।

তিনি বলেন, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার কথা দিয়েছিলাম এবং জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুষ্ঠু পরিবেশ তৈরি করার। আমি ব্যর্থ হয়েছি, সফল হতে পারিনি। নির্বাচনের অনিয়ম, দখলদারিত্ব, হামলা, হয়রানিসহ নানান চিত্র বিস্তারিতভাবে জাতির সামনে তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপির মনোনীত দুই মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিচালনায় সংবাদ সম্মেলন মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

এছাড়া সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্যাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এলডিপির (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।