চ্যানেল খুলনা ডেস্কঃদীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর বাংলাদেশের জন্য আবারও শ্রম বাজার উন্মুক্ত করেছে কাতার সরকার। বাংলাদেশ ও কাতারের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ সচিব মোহাম্মদ সেলিম রেজার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা কাতারের দোহায় অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন।
এর ফলে ৯ মাস বন্ধ থাকার পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও শ্রম বাজার খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
মন্ত্রী জানান, আজ বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, কোন প্রক্রিয়ায়, কত টাকা খরচে ও কবে নাগাদ কর্মী নেওয়া শুরু হবে। তা যৌথ কারিগরি কমিটির চলমান এই বৈঠকে চূড়ান্ত করা হবে।