যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রাজু নামের এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্ত রাজু খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।সোমবার (২৯ জুলাই) ওই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের চাঁদড়া গ্রামের প্রয়াত বাবর আলী ইস্তানের ছেলে জব্বার আলী পুকুর ভরাট করার জন্য ড্রেজার মেশিন ভাড়া করে এনে দুই দিন ধরে অবৈধভাবে কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন করছিল।
সংবাদ পেয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিনসহ পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি ভেঙে গুড়িয়ে দেন। অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে রাজুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, রাজু নামের এক ব্যক্তিকে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তাকে অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হবে।