চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের উন্নয়নে যারা বাধা সৃষ্টি করতে চায় তাদেরকে ছাড় দেওয়া হবে না। বর্তমান সরকার অতীতের যে কোন সময়ের চেয়ে উন্নয়নমূলক কর্মকান্ডে রেকর্ড সৃষ্টি করেছে।
সিটি মেয়র গতকাল মঙ্গলবার নগরীর ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিকেল ৩টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। ওয়ার্ড সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকাত আলী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান আলী, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ ও মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ। প্রধান বক্তা ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান। বক্তৃতা করেন শ্রমিক লীগ উত্তরের সভাপতি আলহাজ্ব শেখ আনসার আলী, মোঃ সোলায়মান মুন্সি, মাস্টার মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, ৩৫নং ওয়ার্ড সভাপতি খান হাফিজুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মুন্সি মনিরুজ্জামান মুকুল, মোঃ সাইফুল ইসলাম লিঠু, ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক ও মোঃ সাইফুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, খ ম লিয়াকত আলী, মোড়ল আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা শেখ মোঃ আজাদ, মুক্তিযোদ্ধা মিনা আলাউদ্দিন, সৈয়দ কিসমত আলী, আব্দুর রউফ খান খোকন, শাহজাহান হাওলাদার, জাকারিয়া রিপন, মিজানুর রহমান রুপম ও বেগ খালিদ হোসেন বাবু। রাত ৯টায় সম্মেলনের ২য় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য নাম আহ্বান করা হলে সভাপতি পদে ইউসুফ আলী খলিফা ও সুরুজ্জামান হানিফ ও সাধারণ সম্পাদক পদে মোড়ল হাবিবুর রহমান ও আল আমিন ফকির প্রার্থী হলে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করার সিদ্ধান্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল।