চ্যানেল খুলনা ডেস্কঃ বাগেরহাটে ৫দিন ব্যাপী উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার গতকাল সোমবার ৪দিন অতিবাহিত
হয়েছে। আজ মঙ্গলবার এর সমাপনী হবে। গত ১৪ ফেব্রুযারি শুক্রবার বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনাতনে
মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্প এর অর্থায়নে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট কর্তৃক ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাগেরহাট জেলার বিভিন্ন ব্লকের ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট এর উপ-পরিচালক রঘুনাথ কর। বিশেষ ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা দীপক কুমার রায়।
সভাপতিত্ব করেন গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা- পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) এর প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ্বাস। প্রশিক্ষ প্রশিক্ষণ প্রদান করেন যশোর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জি,এম, মোস্তাফিজুর রহমান, গোপালগঞ্জ- খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ) এর প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ্বাস, মূল্যায়ন ও পরিবীক্ষণ কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ্বাস , কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আফরোজা নাজনীন এবং বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রত্না। আজ মঙ্গলবার এই প্রশিক্ষণ শেষ হবে। বার্তা প্রেরক শামসুন নাহার রত্না