চ্যানেল খুলনা ডেস্কঃনতুন মজুরী কমিশনসহ বিল বেতনের দাবীতে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলের শ্রমিকরা।
আলিম জুট মিল সিবিএর সহ-সভাপতি হাফেজ আব্দুস সালামের সভাপতিত্বে বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার, শ্রমিক নেতা নজরুল ইসলাম, আলতাফ হোসেন, বদরউদ্দিন বিশ্বাস, আনোয়ার হোসেন, শেখ জাকারিয়া, এসএম বাবুল রেজা, তাবিবুর রহমান প্রমুখ। সারা দেশের রাষ্ট্রয়াত্ব পাটকল শ্রমিকদের নতুন মুজুরী কমিশনসহ বকেয়া পাওনা সুষ্ঠ সমাধান শেষে প্রত্যেক পাটকলের শ্রমিকদের নতুন মুজুরী কমিশন সহ স্লিপের টাকা পরিশোধ করা হয়।
কিন্তু আটরা শিল্পাঞ্চলের আলীম জুট মিলের শ্রমিকরা স্লিপ পেলেও বিজিএমসি অদ্যবধি আলিম জুটমিলের শ্রমিক-কর্মচারীদের কোন বিল বেতন দেয়নি। এসময়ে শ্রমিক নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এ সপ্তাহের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা, ১২ সপ্তাহের মুজুরী ও কর্মচারী কর্মকর্তাদের ৩ মাসের বেতন দেয়া না হলে আগামী শনিবার ২২ ফেব্রুয়ারী সিবিএ নন-সিবিএ সভার মাধ্যমে রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে।