চ্যানেল খুলনা ডেস্কঃনগরীর শামছুর রহমান রোডে রংধনু ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের মালিকসহ দুইজনকে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ক্লিনিকটি সিলগালা করে বন্ধ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ও মোঃ মিজানুর রহমান এ অভিযান চালায়। ক্লিনিকের মালিক কল্যাণ সরকার (৫০)-কে ৭ দিন ও কেয়ারটেকার অরুপ কুমার সরকার (৪৫) কে ৩দিনের কারাদণ্ড দিয়েছেন।
কল্যান সরকার নড়াইলের আগদিয়ার চর এলাকার মনোরঞ্জন সরকারের পুত্র। এবং কেয়ারটেকার অরুপ কুমার সরকার একই এলাকার অমূল্য রতন সরকারের পুত্র। তাদেরকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, ২০১৭ সালে এই ক্লিনিকটির লাইসেন্স নবায়নের মেয়াদ শেষ হয়েছে। চিকিৎসাসেবা প্রদানের জন্য যে সমস্ত সাপোর্ট দরকার তা এখানে নেই। তাছাড়া ডাক্তার ও নার্স নেই। দু’জন আয়া দিয়ে সব কাজ চালানো হয় এখানে। এছাড়া ক্লিনিকের মালিক কল্যাণ সরকার ৮ম শ্রেণী পাস, কিন্তু তিনি নিজে প্যাথলজির প্রধানের কাজ করছেন। তিনি এ সকল অপরাধ স্বীকার করায় কারাদণ্ডসহ ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের কারনে ক্লিনিকটির অনেক কক্ষে সাধারণ মানুষের প্রবেশ করা কষ্টদায়ক। সেখানে চিকিৎসকদের হাজিরা খাতা থাকলেও কোন চিকিৎসক আসেননা। মালিক নিজেই হাজিরা খাতায় কিছু চিকিৎসক ও নার্সের নাম লিখে সেখানে প্রতিদিন স্বাক্ষর করে রাখতেন। এসকল অভিযোগ ক্লিনিকের মালিক কল্যাণ সরকার ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেন।