চ্যানেল খুলনা ডেস্কঃচলতি সপ্তাহে খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন মেলার আয়োজক সংস্থা। ইতিমধ্যে মেলার ৯০ ভাগ স্টল বরাদ্দ শেষ হয়েছে। এবারের মেলায় বেশ কয়েকটি চমক রয়েছে। বিশেষ করে মেলায় আগত শিশুদের জন্য স্লিপার, জাম্পার, ওয়াটার হাঁস, মিনি কারসহ অনেক বিনোদনের ব্যবস্থা রয়েছে। এছাড়া মেলা মাঠের কেন্দ্র বিন্দুতে ড্যান্সিং ঝর্ণাসহ প্রথমবারের মত দু’টি সেলফি টাওয়ারের ব্যবস্থাও করা হয়েছে।
বাণিজ্য মেলার আয়োজক ও চামেলী ট্রেডার্সের প্রধান নির্বাহী মিয়া মোঃ রাসেল জানান, এবারের বাণিজ্য মেলায় দেশ ও বিদেশের বিভিন্ন পণ্য থাকবে। আরএফএল, ইটালিওনো, ভিশন, প্রাণ, সেভয় (সেনা কল্যাণের আইসক্রিম), ম্যাগি নুডুলস, পাকিস্তানি প্যাভেলিয়ন, কাশ্মিরী আচারসহ অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে স্টল বরাদ্দ নিয়েছে। মেলায় গাড়ি পার্কিয়ের ব্যবস্থা রয়েছে যা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। এছাড়া নামাজের জন্য দর্শনার্থীদের রয়েছে বিশেষ ব্যবস্থা।
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক জানান, মাসব্যাপী ১৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এ বছর মেলা অনুষ্ঠিত হবে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে। ইতোমধ্যে মেলার মাঠ প্রস্তুতির কাজ প্রায়ই শেষ। এ মাসের প্রথম সপ্তাহে মেলা উদ্বোধন হতে পারে। কেসিসি মেয়র ও স্থানীয় সংসদ সদস্যসহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।