চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর অফিসের সামনে দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি জানাজানির পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও পরবর্তীতে ওই দুই নেতাই বিষয়টি অস্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর কেসিসি মার্কেটস্থ অফিসের নিচে জেলা আওয়ামী লীগ নেতা ফ ম সালাম ও রূপসা উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ এর মধ্যে উচ্চবাচ্যে কথাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর আগে আওয়ামী লীগ নেতা আলী আকবর শেখ স্বজোরে ফম সালামকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেয় বলে সূত্র নিশ্চিত করে। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাদের দুজনকে শান্ত করেন। ঘটনাটি মুহুর্তের মধ্যে নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। পরবর্তীতে নিজ অফিসে দুই নেতাকে ডেকে নিয়ে বৈঠকে বসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ফ ম সালাম বলেন, ‘আলী আকবর একটু জোরেই কথা বলেন। তাই হয়ত কেউ শুনে সকলের মাঝে ছড়িয়েছে। কোন হাতাহাতির ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।’
এবিষয়ে রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ এর মুঠোফোনে একাধীকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।