চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শুধু লেখাপড়ায় মানুষের জীবনের পূর্ণতা আসেনা। জীবনে সফলতার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও স্বাস্থ্য পরিচর্যা শিখতে হবে।
খেলাধুলা ও সংস্কৃতিচর্চা মানুষের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটায়। সিটি মেয়র শিশুদেরকে জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক এবং অবিভাবক সকলকেই দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে শিশুদের ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যায় অভ্যস্ত করতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি দেয়া দরকার।
সিটি মেয়র আজ মঙ্গলবার সকালে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
স্কুলের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-যশোরের চেয়ারম্যান ড’ মোল্লা আমির হোসেন, সচিব প্রফেসর আলিয়ার রেজা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুনার রশীদ, সাবেক চেয়ারম্যান প্রফেসর এম. আবুল বাশার মোল্লা এবং বীর মুক্তিযোদ্ধা শেখ আফজালুর রহমান। স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অবিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
দুপুরে সিটি মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কেসিসি’র প্যানেল মেয়র মো: আলী আকবর টিপু, কাউন্সিলর আশফাকুর রহমান কাকন ও হাফিজুর রহমান মনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল পরিচালনা পর্ষদের সদস্যসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন।