নড়াইল প্রতিনিধিঃ অসহায় দরিদ্রসহ সকল ডেঙ্গু রোগীর চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় সে লক্ষ্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ব্যবস্থা গ্রহণ করছেন।মঙ্গলবার (৩০ জুলাই) মাশরাফি স্বাস্থ্য সচিবের সঙ্গে সরাসরি ডেঙ্গুর বিষয়টি নিয়ে কথা বলেন।নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন বসু জানান, মাশরাফির নির্দেশ মোতাবেক নড়াইলের হাসপাতাল গুলোতে ডেঙ্গু চিকিৎসায় ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গু রোগ নির্ণয়ে টেস্টসহ চিকিৎসার উপকরণও প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, নড়াইলে মঙ্গলবার পর্যন্ত অন্তত পাঁচজন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। নড়াইলে স্থায়ী বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তিনজন। বাকি দুইজন ঢাকা থেকে বাড়ি এসে ভর্তি হয়েছেন।
আক্রান্তরা হলেন- সদর উপজেলার ননীখির গ্রামের বিপাশা (৮), তালবাড়িয়া গ্রামের মেহেদী হাসান (৯), মহিসখোলা গ্রামের সাদ (১২)।
এছাড়া ঢাকা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কালিয়ার চাচুড়ি গ্রামের আবুল কালাম (৬২) ও মাগুরা জেলার মধুখালি গ্রামের কাইজার সিকদার (১৯)।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মসিউর রহমান বাবু জানান, ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা চলছে। এদিকে ডেঙ্গু রোগ সনাক্তে সদর হাসপাতালে রিএজেন্ট দিয়েছে মানবিক সংগঠন হৃদয়। মঙ্গলবার দুপুরে ওই সংগঠনের উদ্যোগে ৩০টি রিএজেন্ট দেওয়া হয়।