সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
শিক্ষার্থীদের মেধার চর্চা বাড়াতে হবে: শ্রম প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

শিক্ষার্থীদের মেধার চর্চা বাড়াতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, খেলাধুলা পড়ালেখার একটি অংশ। খেলাধুলা শরীর ও মন দুটোকেই ভাল রাখে। শিক্ষার্থীদের মেধার চর্চা বাড়াতে হবে। একজন মেধাবী শিক্ষার্থী জাতির সম্পদ।

তিনি আজ (বুধবার) দুপুরে খুলনার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাস প্রতিরোধে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আতঙ্ক হওয়ার মতো কোন পরিস্থিতি হয়নি। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে শিক্ষর্থীদের দূরে থাকতে হবে। সরকার চায় নতুন প্রজন্মকের কাছে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ রেখে যেতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তিনি সকলের প্রতি আহবান জানান।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মৃধা শরিফুজ্জামান জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলনর এসএম খুরশিদ আহমেদ টোনা প্রমুখ। স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।

পরে প্রতিমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিকালে তিনি দৌলতপুর পাবলা সবুজ সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগদান করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে ‘একুশ শতকের জন্য পদার্থবিজ্ঞান’ শীর্ষক জাতীয় সম্মেলন উদ্বোধন

আর্থিক সমন্বয় ও নিরীক্ষা শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

ইয়াং ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশসেরা খুবি

খুবিতে শুদ্ধাচার কৌশল ও এপিএ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্ষক

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে খুবিতে শিক্ষকদের মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।