সেলিম হায়দার:: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্ট’র উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ভাল খেলোয়াড় তৈরীর জন্য জননেত্রী শেখ হাসিনা ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছেন। বিশ্বে দ্রুত পরিচিত হতে খেলা অগ্রণী ভূমিকা রাখে। খেলোয়াড়রা বিশ্বের ক্রীড়াঙ্গণে দেশের সম্মান ধরে রেখেছে তা ভোলার নয়। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামাত লুটপাট করেছে। এতিমের টাকা আত্মসাৎ করেছে বলেই বেগম খালেদা জিয়া জেল খাটছেন। জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সাতক্ষীরার মানুষ এক্যবদ্ধ থাকবে বলে আমি মনে করি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি, তালা-কলোরোয়া ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জাতীয় দলে ক্রিকেটার রুবেল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা চেয়ারম্যান পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন সফি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ডা. মুনসুর আহমেদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এডিশনাল পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা, মাহফুজা রুবি, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, নারী নেত্রী রওশানারা রুবি, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রোখসানা পারভীন প্রমূখ।
উদ্বোধনী দিনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম সাতক্ষীরা ক্রিকেট একাডেমি। আগামী ১৩ মার্চ শেখ রাসেল ক্রীড়া চক্র’র মুখোমুখি হবে গণমুখী, ১৪ মার্চ ইউনুছ আলী স্মৃতি সংসদ’র মুখোমুখি হবে যশোর ম্যাগপাই ক্লাব, ১৫ মার্চ ইউনাইটেড ক্লাব’র মুখোমুখি হবে খুলনা’র বয়রা তরুণ সংঘ, ১৬ মার্চ ইয়ং বলাকা চক্র’র মুখো মুখি হবে টাউন স্পোটিং ক্লাব। সকল খেলা উপভোগ করার জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।