সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রী শিক্ষাকে নতুন করে ঢেলে সাজিয়েছেন: সিটি মেয়র | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রী শিক্ষাকে নতুন করে ঢেলে সাজিয়েছেন: সিটি মেয়র

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে নতুন করে ঢেলে সাজিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী খুলনার পুরাতন তিনটি মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ এবং আরও নতুন তিনটি সরকারি মাধ্যমিক স্কুল স্থাপন করেছে। শুধু বিদ্যালয় নির্মাণ করলেই হবে না, পড়াশুনার মান অক্ষুন্ন রাখতে হবে।
তিনি আজ (বৃহস্পতিবার) সকালে খুলনার সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী হতে হবে। শুধু পুথিগতবিদ্যা অর্জন করলে হবে না, পাশাপাশি সুস্থতার জন্য প্রয়োজন ক্রীড়া চর্চা। তিনি বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিটি উপজেলাতে ২৬টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা দেশেক উন্নত দেশে পারিণত করবে। দেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
একটি দুষ্টচক্র সমাজকে পিছিয়ে নেওয়ার অপচেষ্টা করছে। এদের সমাজ থেকে বয়কট করতে মেয়র সকলের প্রতি আহবান জানান।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দীন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মোঃ এমরান খান, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ ও শেখ মজনু।
স্বাগত জানান সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম জোয়ার্দ্দার।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।