চ্যানেল খুলনা ডেস্কঃ অধিক মুনাফাকে বর্জন করি ন্যায্য মূল্যে মাস্ক কিনি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর ব্রিটিশ ল একাডেমির আয়োজনে ও জেলা জজ জাকারিয়া হোসেনের সার্বিক সহোযোগিতায় মাস ব্যাপি ১০ টাকা মূল্যে মাস্ক বিক্রি কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
শনিবার বিকাল ৬ টায় নগরীর শিববাড়ি মোড়ে এ মাস্ক বিক্রি কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা জজ মোঃ জাকারিয়া হোসেন, এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রিটিশ ল একাডেমির পরিচালক এ্যাড. জিহাদুল ইসলাম, পাইকগাছার সাব রেজিষ্টার মোঃ মোহাযমেনুর রহমান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, বৃটিশ ল একাডেমির প্রশাসনিক কর্মকর্তা সনিয়া আক্তার,ষ্টুডেন্ট এডভাইজান গৌতম মন্ডল, স্বাধীন, হাসানুর ইসলাম নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী , চিশতী খন্দকার, কনা, মেহেদী হাসান মুন্না, চিরঞ্জিত বিশ্বাস, খান মাইনুল হাসান, রায়হান সাদিক আভাষ, মেহেদি হাসান রিদয়, আরিয়ান, নাসিম, অনিন্দিতা পাল প্রমুখ।
জেলা জজ জাকারিয়া হোসেন বলেন, কারনো ভাইরাসের কারণে খুলনায় ১০ টাকার মাস্ক ১০০ টাকায় বিক্রি হচ্ছে যার কারণে মানুষ সমস্যায় পড়ছে। খুলনা শহরের প্রতিটি মানুষ যাতে সঠিক মূল্যে মাস্ক কিনতে পারে তার জন্য এ ব্যতিক্রমি উদ্দোগ্য গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রম চলবে এক মাস ব্যাপি। শিববাড়ি, সোনাডাঙ্গা, ময়লা পোতা এই তিন স্থানে প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত সংগ্রহ করা যাবে।