সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মন্ত্রে ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলেন : কেসিসি মেয়র | চ্যানেল খুলনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মন্ত্রে ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলেন : কেসিসি মেয়র

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মন্ত্রে ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলেন। পাকিস্তানী শাষক গোষ্ঠীর শোষণ বঞ্চনার বিরুদ্ধে মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করেন। বাংলার মুক্তিকামী মানুষ তার নেতৃত্বে যুদ্ধে ঝাপিয়ে পড়ে স্বাধীনতার লাল সূর্য্য ছিনিয়ে আনে। তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে দেশে উন্নয়নের অগ্রযাত্রা সৃষ্টি করেছেন। পাশাপাশি তিনি দেশে ইসলামী তাহজীব তমুদ্দিনের বিকাশেও কাজ করছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় প্রতি জেলা ও উপজেলায় মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।
সিটি মেয়র আজ রবিবার বিকেলে নগরীর বসুপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইকরা ফোরকানিয়া হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং এ দোয়া মাহফিলের আয়োজন করে।
প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব খান মোহাম্মদ আহসান উল্লাহ’র সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র আলী আকবর টিপু ও বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ আফজালুর রহমান। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার ছাত্র ও ওলামায়ে ক্বেরামগণ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর খালিশপুরস্থ ইউনাইটেড কিডস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খালিশপুর থানা আওয়ামীলীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন ও ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইয়াং ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশসেরা খুবি

খুবিতে শুদ্ধাচার কৌশল ও এপিএ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্ষক

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে খুবিতে শিক্ষকদের মানববন্ধন

খুবিতে অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র হজ্বে গমন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত

খুবিতে জার্নাল আর্টিকেল রিভিউ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।