চ্যানেল খুলনা ডেস্কঃ টলিউড অভিনেতা আবির চ্যাটার্জির পরবর্তী সিনেমা ‘আবার বছর কুড়ি পর’। এটি নির্মাণ করছেন শ্রীমন্ত সেনগুপ্ত। এ সিনেমার শুটিংয়ের জন্য ভারতের উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল আবির চ্যাটার্জির। কিন্তু করোনো আতঙ্কে উত্তরবঙ্গে যেতে অপারগতা প্রকাশ করেছেন এই নায়ক।
আবির বলেন—‘পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে নর্থ বেঙ্গলে শুটিং করতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এটা সারা বিশ্বের সমস্যা। আমাদের ইডিওলজিতে পার্থক্য থাকলেও ভারতীয় প্রশাসন করোনার জন্য যেভাবে কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।’
ভারত জনবহুল দেশ। ভৌগলিক অবস্থার পরিপ্রেক্ষিতে করোনা প্রাদুর্ভাবে আতঙ্কিত আবির। তিনি বলেন—‘ইউরোপ আমেরিকায় জনসংখ্যা কম। সেখানেই যেভাবে সতর্কতা জারি হয়েছে ভাবা যায় না! আমাদের মতো বিপুল জনসংখ্যার দেশে এই রোগ যদি ছড়াতে থাকে তা হলে বুঝতে পারছেন তো কী হতে পারে?’
দীর্ঘ সময় শুটিং বন্ধ থাকলেও প্রতিষ্ঠিত শিল্পীদের অর্থনৈতিক কোনো চাপ নেই। কিন্তু যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করেন তাদের কী হবে? এমন প্রশ্নের উত্তরে এ অভিনেতা বলেন—‘ক্ষতি আমাদের সকলেরই হবে। আগে জীবন তারপর শুটিং। ১৫ দিন কাজ বন্ধ থাকলে অর্থকরীর দিক থেকে বড় সমস্যার মুখে পড়বে ইন্ডাস্ট্রি। কিন্তু করোনা তো জীবন-মরণ সমস্যার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা নিরুপায়।’
এক দল বন্ধুর না-বলা গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘আবার বছর কুড়ি পর’ সিনেমা। এতে আরো অভিনয় করছেন—অর্পিতা চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী, অভিষেক ব্যানার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।