নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি:: নারকেল গাছের পাতায় সাদা দাগ হচ্ছে হোয়াইট ফ্লাই বা সাদা মাছির আক্রমণ। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। যদিও গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে নারকেল পাতার এই সাদা দাগ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। উদ্বিগ্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। আতঙ্কগ্রস্থ মানুষের ধারণা করোনা ভাইরাসের কারণে এমনটি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন কীট তত্ত্ব বিভাগ এই গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন। এটি মানুষের জন্য ভয়ের কোন কারণ না বলে জানিয়েছেন প্রতিষ্ঠান দুটি।
যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে নারকেল গাছের পাতায় সাদা দাগ দেখা যাচ্ছে। সোমবার এটি প্রকট আকার ধারণ করে বিশেষ করে রাতে এই দাগ স্পষ্ট হয় আর এ কারণেই আতঙ্কগ্রস্ত হয়।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক ডঃ আখতারুজ্জামান বলেন হোয়াইট ফ্লাইয়ের আক্রমণের কারণে এমনটি হচ্ছে। এতে আতঙ্কের কিছুই নেই। নারকেল গাছে করোনা ভাইরাস আক্রমণের বিষয়টি গুজব। যদি ঠিক মত ফুটপাম্প ব্যবহার করে নারকেল গাছে সঠিক বালাইনাশক সঠিক সময়ে সঠিক মাত্রায় প্রয়োগ করা যায় তাহলে হোয়াইট ফ্লাই সহজে দমন করা সম্ভব।