অনলাইন ডেস্কঃখুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দাকোপ থানা এলাকা হতে বনদস্যু ও জলদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোঃ ফারুখ খাঁ (৩২) ২ টি অত্যাধুনিক পাইপগান ও ১৪ রাউন্ড এলজি কার্তুজ সহ গ্রেফতার।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তোফায়েল আহমেদের নেতৃত্বে এসআই লুৎফর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে দাকোপ থানা এলাকা থেকে বুলবুল ব্রিকস সংলগ্ন ঢাকী নদীর উত্তর পাড়ে আবুল সাহেবের ইট ভাটার পরিত্যক্ত ঘরের পাশে অস্ত্র গুলি সহ অবস্তান করার সময় বনদস্যু ও জলদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোঃ ফারুক খাঁ (৩২), পিং- মোঃ আঃ গফুর খাঁ ওরফে গহর খাঁ, সাং- ৯ নং সোরা, থানা- শ্যামনগর, জেলা-সাতক্ষীরা ২ টি অত্যাধুনিক পাইপ গান ও ১৪ রাউন্ড এলজি কার্তুজ সহ গ্রেফতার করেন।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই মোঃ লুৎফর রহমান বাদী হয়ে দাকেপ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। বনদস্যু জোনাব বাহিনীর সদস্য ফারুক খাঁ এর দখল থেকে উদ্ধারকৃত অস্ত্র-গুলির উৎস সহ অন্যান্য সহযোগীদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
গ্রেফতারকৃত ফারুক খাঁ সহ বনদস্যু জোনাব বাহিনীর অন্যান্য সদস্যরা দীর্ঘদিন যাবত সুন্দরবন সংলগ্ন নদীতে মাছ শিকার করতে যাওয়া জেলে ও বাউয়ালীদের অস্ত্রের মুখে অপহরন করে তাদের নিকট থেকে চাঁদা আদায় সহ সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় ডাকাতি ও অন্যান্য অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।