গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে গ্রাম পুলিশের ৪র্থ শ্রেনীর কর্মচারীদের জাতীয় বেতন স্কেলের ন্যায় দফাদার/ কমান্ডারদের ১৯ তম ও গ্রাম পুলিশ সদস্যদের ২০ তম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার বেলা ১২ টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আমানত বিশ্বাস, সম্পাদক অখিরুজ্জামান, সদর উপজেলার সভাপতি মাহাবুব সরদার, টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি মোহাম্মদ কদর সহ বিভিন্ন উপজেলার সভাপতি বৃন্দ।
প্রধানমন্ত্রী বরাবর পাঠানো স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেন, বাংলাদেশের ৬৮ হাজার গ্রামে ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধিনস্থ কর্মচারী হলেও অদ্যবধি কোন বেতন স্কেল, অবসর কালীন ভাতা, রেশনিং ব্যাবস্থা বাস্তবায়ন করা হয়নি। নামমাত্র সরকারি কর্মচারী, কিন্তু সুযোগ সুবিধা পাইনা। সরকারি কর্মচারীর ন্যায় ৫৯ বছর পর্যন্ত চাকরি করতে হয়। তাই গ্রাম পুলিশ সদস্যদের ২০ তম গ্রেড বাস্তবায়নের দাবি জানান তারা।