চ্যানেল খুলনা ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় সরকার সুপারিশে করোনা সংক্রমণে ঝুঁকির মুখে থাকা পশ্চিমবঙ্গের কলকাতাসহ ৭৫টি জেলায় সোমবার থেকে লকডাউন কার্যকর হচ্ছে, ৩১ মার্চ পর্যন্ত এটি বহাল থাকবে। তবে এসময় সব রকম জরুরি পরিষেবা খোলা থাকবে।
রোববার (২২ মার্চ) ভারতের কেন্দ্রীয় সরকারের মুখ্য সচিবদের সঙ্গে পরামর্শে এম সিদ্ধান্ত নেওয়া নিয়েছে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন।
লকডাউনের এ সময় পেট্রোপণ্য যেমন ডিজেল, কেরোসিন, খাদ্যদ্রব্য, ওষুধের দোকান, প্যাথলজি ল্যাবের মতো অত্যবশ্যকীয় পরিষেবা খোলা থাকবে। অ্যাম্বুলেন্স, হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা থাকবে লকডাউনের আওতার বাইরে। রেশন থেকে গরিবদের দেওয়া হবে চাল, ডাল, কেরোসিন।
বন্ধ থাকবে সব ট্রেন, মেট্রো চলাচল এবং আন্তঃরাজ্য বাস চলাচল।
করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে তিন জনের। মৃত বেড়ে হয়েছে ৭। সরকারিভাবে ৩৪১ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে।