আন্তর্জাতিক ডেস্কঃফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধভাবে দখলকৃত ভূখণ্ডে ছয় হাজার ইহুদি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল। ‘আনাদলু এজেন্সি ,ইসরায়েল-ফিলিস্তিন শতবর্ষী শান্তি চুক্তি নিয়ে কাজ করছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরিড কুশনার। এই বিষয়ে মার্কিন প্রস্তাবনা আরও এগিয়ে নিতে কুশনার মধ্যপ্রাচ্য সফরে থাকা অবস্থায় মঙ্গলবার (৩০ জুলাই) রাতে ইসরায়েলের মন্ত্রিসভার এক বৈঠকে এ অনুমোদন দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বসতি স্থাপন প্রকল্পের উদ্বোধনকালে মঙ্গলবার (৩০ জুলাই) বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, পশ্চিম তীরে ইহুদি বসতি চিরকাল থাকবে। কোনো সেটেলার বা বসতি উচ্ছেদ করা হবে না। এই ইস্যুর সমাধান হয়ে গেছে এবং বসতি স্থায়ী হবে। ইসরায়েলের মাটিতে কোনো বসতি উচ্ছেদ হবে না। আমরা নিজেদের শেকড় আরও গভীর, শক্তিশালী ও স্থায়ী করে তুলব।