মোংলা প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ রোধ এবং এর সচেতনাতা বৃদ্ধি করতে ব্যাপক কর্মযজ্ঞ চালাচ্ছে মোংলা পোর্ট পৌরসভা। গত দু’দিন ধরে পৌর কর্তৃপক্ষ শহরে মাস্ক, সাবান ও লিফলেট বিতরন করে যাচ্ছে। এছাড়া যাত্রী পারাপার ট্রলার ঘাটে আগতদের উন্নত মানের স্প্রে মেশিনের মাধ্যমে জীবানু নাশক ছেটানো হচ্ছে। শহরের মসজিদগুলোতেও জীবানুনাশক স্প্রে দিয়ে পরিছন্ন রাখা হচ্ছে।
পৌর মেয়র মোঃ জুলফিকার আলী জানান, জনসাধারণের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ সচেতনতা বৃদ্ধি করতেই এসব উদ্যেগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত জনসাধারণের মাঝে দুই হাজার মাস্ক, দেড় হাজার সাবান, প্রতি বাড়ীতে সাবান ও মাস্ক পৌঁছে দেয়া হয়েছে। পৌরসভার ডিজিটাল সেন্টার হতে সার্বক্ষনিক সচেতনমূলক প্রচারও অব্যাহত রাখা হয়েছে।
মেয়র আরো জানান, দিনমজুর ব্যক্তিদের ঘর থেকে বের হতে নিষেধও করা হয়েছে। তাদের মাঝে পর্যাপ্ত খাবার পৌঁছে দেওয়া হবে। ফায়ার সার্ভিসের গাড়ীতে করে বৃহস্পতিবার দুপুরের পর পৌর শহরের বিভিন্ন রাস্তায় জীবানুনাশক স্প্রে ছেটানো কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে পৌর শহরের লোক সমাগম ঠেকাতে নৌ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে রাস্তাঘাট ছিল একদমই ফাঁকা। তারপরও সতর্কতা বৃদ্ধি করতে নৌ বাহিনীর টহল অব্যাহত রাখা হয়েছে। এদিন সকাল থেকেই ওষুধ, কাঁচা বাজার ও মুদি দোকান ব্যতিত সব দোকানপাট ছিল বন্ধ। #